Friday, December 9, 2011

forex celebrity


ফরেক্স টিউটোরিয়ালঃ ফরেক্স কি? (পার্ট -)

Foreign Currency Exchange (Forex) হলো বিশ্বের বহত্তম অর্থনৈ্তিক মার্কেট।ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা হয়ে থাকে। প্রত্যেক দেশের নিজস্ব  মুদ্রায় আছে। আপনি যদি যুক্তরাষ্ট্রের থাকেন,  আপনি কোনো কিছু ক্রয়  করতে গেলে মার্কিন ডলার (USD) প্রয়োজন। আপনি যদি লন্ডন ভ্রমনে যান, আপনি লন্ডনে দোকান থেকে কোন  কিছু ক্রয়  করতে গেলে ব্রিটিশ পাউন্ড (GBP) লাগবে।  তারা আপনার মার্কিন ডলার (ডলার) নিবে না।  আপনাকে একটি অর্থ এক্সচেঞ্জারের মাধ্যমে আপনার মার্কিন ডলারকে ব্রিটিশ পাউন্ডে বিনিময় করতে হবে। ওই এক্সচেঞ্জার কিন্তু আপনাকে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড দিবে না। সে হয়ত বলবে আপনি ১০০ ব্রিটিশ পাউন্ড কিনতে হলে ১৪০ মার্কিন ডলার  দিতে হবে।  আপনি কি জানেন,  আপনি বৈদেশিক মুদ্রার বাজারে প্রবেশ করে ফেলেছেন।  ফরেক্সের ভাষায়, আপনি  ব্রিটিশ পাউন্ড (GBP) কিনেছেন এবং মার্কিন ডলার (USD) বিক্রি  করেছেন.
বৈদেশিক বিনিময় বাজার (FOREX) বিশ্বের  বৃহত্তম আর্থিক বাজার। আমরা জানি যে বিশ্বের  বৃহত্তম স্টক বাজার  হলো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE) এখানে  দৈনিক লেনদেন হয় মাত্র $74  বিলিয়ন ডলার। অন্যদিকে বৈদেশিক মুদ্রার বাজারে প্রতি কর্মদিবসে প্রায় $4 ট্রিলিয়ন  ডলার  লেনদেন হয়। তাই সহজে আপনি বুঝতে পারছেন কত বড় বৈদেশিক মুদ্রার বাজার! বৈদেশিক মুদ্রার বাজার কোন কেন্দ্রীভূত বিনিময় সেন্টারের মাধ্যমে হয় না। এটি প্রধানত ব্যাংক, ব্রোকার বা বিক্রেতা মাধ্যমে প্রাইজ আপ-ডাউন হয়।  বৈদেশিক মুদ্রার বাজার খোলা থাকে 24 ঘন্টা, 5 দিন সপ্তাহে (সোমবার সকালে শুরু, শুক্রবার রাতে বন্ধ)
পুর্বে  বৈদেশিক মুদ্রার ট্রেডিং শুধু ছিল  শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ব্যবসায়ীদের জন্য।  আমাদের মত Retail Trader-দের প্রবেশাধিকার দেওয়ার পর বৈদেশিক মুদ্রার বাজার দ্রুত সম্প্রসারিত হতে থাকে। এখন আপনি চাইলে আপানার রে বসেই ট্রেড রতে পারেন বিশ্বের বহত্তম মার্কেটে। এজন্য শুধু ইন্টারনেট কানেক্টেড একটি কম্পিউটার হলেই হবে। আমরা আস্তে আস্তে বিশাল মার্কেট ম্প র্কে জানার চেস্টা রব
আর যারা অনেক আগে থেকেই ফরেক্স ট্রেডিং-এর সাথে জড়িত আছেন, তাদের কাছ থেকে অবশ্যিই জ্ঞানগর্ভ পোস্ট আসা করছি। আমরা আসা করছি PipsStreet.Com এর মাধ্যমে ফরেক্স ট্রেডিংকে আমাদের দেশে জনপ্রিয় করে তোলতে। নতুনদের কাছে বিষয়টি সহজভাবে উপস্থাপ ন করে অনলাইনে ঘরে বসে মোটামুটি আয়ের একটা পথ প্রদর্শন করতে
বি.দ্রঃ ফরেক্স ট্রেডিং একটি রিস্কি বিজনেস। এখানে আপনি যেমন আনলিমিটেড আয় করতে পারেন, তেমনি একটি ভুল ট্রেডে আপনি আপনার লাভসহ মূলধন লস করতে পারেন। আপনি সঞ্চয়ের যে পরিমান টাকা লস হলে আপনার জীবনধারায় কোনও সমস্যা হবে না, সেই পরিমান টাকাই ইনভেস্ট করবেন। ডেমো ট্রেডিং করে নিজের দক্ষতা বাড়িয়ে তারপ্র লাইভ ট্রেডং- যাবেন। মনে রাখবেন, ফরেক্স ট্রেডিং তারাহুড়া করে কিছু করার বিষয় না। এখানে সফল হতে হলে  যথেস্ঠ এক্সপ্রেয়িন্সের প্রয়োজন। বর্তমানে ব্যঙের ছাতার মতো গজে উথা ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে সফল হওয়ার সপ্নে আপনি বিভোর থাকলে আমি বলবো, এসব চিন্তা বাদ দিন। আজ থেকে PipsStreet.Com এর সাথে থাকুন। আসা করি আমরা সবাই মিলে সফল ট্রেডার হব
সবাই একমত থাকলে যায়গায় দাড়িয়ে আওয়াজ (কমেন্ট) দিবেন। আপনার যেকোন এভিমত সদরে গ্রহ্ন করা হবে
Exit Signal:
1.                  এখন আমি নির্দিস্ট টেক প্রফিট দিয়ে রাখি। ১০-২০ পিপস। ১০-২০ পিপস আসলে আপাতত আর বেশী লোভ করি না
2.                 এটা নিয়ে আরেকটু এক্সপেরিয়েন্স গেইন করার চেস্টা করছি। আপডেট আপনাদের অবশ্যি জানবো।আপনারা ট্রাই করে দেখেন ডেমো তে। কোন সাজেশন থাকলে অবশ্যি জানাবেন
আপাতত আমি এটা M5 and M15 – ট্রেড করছি। লাইভেও মেক্সিমাম এই সিস্টেম ফলো করার চেস্টা করি। আমি প্রায় ৯০% Signal এই সাকসেস হয়েছি
আমি চাচ্ছি আপনারা সিস্টেমটা ট্রাই করে দেখুন। যদি ভাল রেজাল্ট পান জানবেন। আর যদি কোন সমস্যা হয় তাও জানবেন। আর সিস্টেমটা আপগ্রেডের করার যেকোন মতামত সানন্দের সাথে গৃহিত হবে

N.B: বাংLISH পোস্টের জন্য দুঃখিত

ফরেক্স টিউটোরিয়াল

ফরেক্স মার্কেট Hours

Aug 13th

সিডনি মার্কেট ওপেন= ০৩০০ ঘটিকা হইতে ১০৫৯ ঘটিকা পর্যন্ত
টোকিও মার্কেট ওপেন= ০৫০০ ঘটিকা হইতে ১৩৫৯ ঘটিকা পর্যন্ত
লন্ডন মার্কেট ওপেন = ১৩০০ ঘটিকা হইতে ২০৫৯ ঘটিকা পর্যন্ত
নিউ ইয়র্ক মার্কেট ওপেন= ১৮০০ ঘটিকা হইতে ০১৫৯ ঘটিকা পর্যন্ত

মার্কেট ওভারলেপ (ট্রেডিংয়ের উপযুক্ত সময়)ঃ ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকলেও, যে সময়ে মার্কেট ওভারলেপ হয়, তখন সবচেয়ে বেশী ভলউম ট্রেড হয়। তাই এই সময়ে ট্রেড করা বুদ্ধিমানের কাজ হবে। মার্কেট ট্রেন্ডটা বের করে সেই অনুযায়ী ট্রেড করলে ভাল লাভ করার সম্ভাবনা থাকে।

সিডনি+ টোকিও = ০৫০০ ঘটিকা হইতে ১০৫৯ ঘটিকা পর্যন্ত
টোকিও+ লন্ডন = ১৩০০ ঘটিকা হইতে ১৩৫৯ ঘটিকা পর্যন্ত
লন্ডন+ নিউ ইয়র্ক= ১৮০০ ঘটিকা হইতে ২০৫৯ ঘটিকা পর্যন্ত

কখনই যে সময়টা মিস করবেন নাঃ
·         ১. লন্ডন মার্কেট ওপেন+ ক্লোজ।
·        লন্ডন এবং নিউ ইয়র্ক মার্কেট ওভারলেপ।
টিপসঃ
আপনি গুগল সাইডবার ইউজ করতে পারেন, ফরেক্স মার্কেট Hours মনিটর করার জন্য।
ধাপ-১. গুগল সাইডবার ইন্সটল করুন
ধাপ-২. Oanda FxMarketHours sidebar-টি ইন্সটল করে নিন।আশা করি এখন আপনার ডেক্সটপের সাইবারে Oanda FxMarketHours-টি শো করছে।
ধাপ-. এখন Options- গিয়ে টাইম জোন GMT+6 (Bangladesh) করে দিন। এখন বাংলাদেশ সময়ে কখন কোন মার্কেট ওপেন হবে তা জানতে পারবেন। কোন মার্কেট ওপেন হতে আরো কত সময় বাকী সেটাও শো করবে

আশা করি টুলসটি আপনাদের কাজে আসবে